Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সিটিজেন চার্টার
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ

পরিকল্পনা মন্ত্রণালয়

website: bbs.bd.gov

 

সেবা প্রদান প্রতিশ্রুতি(Citizen’s Charter)

১. ভিশন ও মিশন

 

ভিশনঃ   বিশ্বমানের জাতীয় পরিসংখ্যান প্রস্তুত।

 

মিশনঃ    দেশের উন্নয়ন ও জনকল্যাণে আধুনিক পদ্ধতিতে পরিসংখ্যান প্রস্তুত এবং উন্নততর তথ্য প্রযুক্তির মাধ্যমে তা বিশ্লেষণ, সংরক্ষণ ও প্রকাশ।

 

২. প্রতিশ্রুত সেবাসমূহঃ

 

২.১) নাগরিক সেবা

 

ক্রমিক

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার

(নাম, পদবি, ফোন ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১.

লাইব্রেরি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ঢাকায় আগারগাঁওস্থ পরিসংখ্যান ভবনের দ্বিতীয় তলায় এবংআনছারী ভবন, ১৪/২, তোপখানা রোড,ঢাকায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন দুইটি লাইব্রেরি রয়েছে। পাঠকগণ সকল সরকারি কার্যদিবসে লাইব্রেরিতেসেবা গ্রহণ করতে পারেন।

 

ক) পরিসংখ্যান ভবন (২য় তলা)

ই-২৭/এ, আগারগাঁও,ঢাকা-১২০৭।

 

খ) আনছারী ভবন

১৪/২, তোপখানা রোড, ২য় তলা

ঢাকা-১০০০।

বিনা মূল্যে

অফিস সময়

(১) পদবিঃ লাইব্রেরীয়ান

ফোনঃ ০১৭১৯০৪১১০৫

ই-মেইলঃrafiquerbd@gmail.com

(২) পদবিঃ পরিসংখ্যান কর্মকর্তা

     ফোনঃ ০১৮১৭৫০৬৬৩৮

ই-মেইলঃ pamelanasreen2018@gmail.com

2.

প্রকাশনা বিক্রয়

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সদর দপ্তর, পরিসংখ্যান ভবন, ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা-১২০৭ এবং আনছারী ভবন, ১৪/২, তোপখানা রোড, ঢাকা-১০০০ অপর একটি প্রকাশনা বিক্রয় কেন্দ্র রয়েছে। বিক্রয়কেন্দ্রে বিবিএস এর প্রকাশনাসমূহ নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়। এছাড়া, বিবিএস এর নির্ধারিত সেলস্ এজেন্টদের নিকটও প্রকাশনাসমূহ পাওয়া যায়।

ক)পরিসংখ্যান ভবন,

নীচতলা, কক্ষ নং ১০৩

ই-২৭/এ, আগারগাঁও,

ঢাকা-১২০৭।

 

খ)আনছারী ভবন, ২য় তলা

১৪/২, তোপখানা রোড,

     ঢাকা-১০০০।

নগদ  বা চেকের মাধ্যমে

অফিস সময়

(১) পদবিঃ প্রকাশনা কর্মকর্তা

     ফোনঃ ০১৯১২০৭১২৫৬    

ই-মেইলঃ tahafiq.po@bbs.gov.bd

 

(2) পদবিঃ পরিসংখ্যান কর্মকর্তা

     ফোনঃ ০১৮১৭৫০৬৬৩৮

ই-মেইলঃ

pamelanasreen2018@gmail.com

3.

শুমারি / জরিপের মাইক্রোডাটা সরবরাহ

মহাপরিচালক, বিবিএস বরাবর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিবিএস কর্তৃক প্রণীত মাইক্রোডাটা সরবরাহ সংক্রান্ত নীতিমালাঅনুযায়ী নির্ধারিত মূল্যেবিবিএস কর্তৃক পরিচালিত বিভিন্ন শুমারি/জরিপের মাইক্রোডাটা সরবরাহ করা হয়ে থাকে।(https://bbs.portal.gov.bd/sites/default/files/files/bbs.portal.gov.bd/page/1c572e95_7bd0_4dc1_95ee_3d08b7d5cce6/Data%20sale%20policy%202013.pdf)

কম্পিউটার উইং

পরিসংখ্যান ভবন, (৩য় তলা)

ই-২৭/এ, আগারগাঁও,

ঢাকা-১২০৭।

 

 

বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের অনুমোদিত শাখায় ট্রেজারী চালানের  মাধ্যমে সরকারি কোষাগারে স্থানীয় মূদ্রায় বা মার্কিন ডলারে নির্ধারিত অর্থ জমাদান করে চালানের কপিসহ অথবা ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ মহাপরিচালক, বিবিএস  বরাবর আবেদন করা।

অনধিক ১০ (দশ) কর্মদিবস

পদবিঃ সিনিয়র প্রোগ্রামার (২)

 

ফোনঃ ৮১৮১৩৭১

মোবাইলঃ০১৫৫২৩৯৬২৭২

ই-মেইলঃ

Kali0501@yahoo.com

karamat.ali@bbs.gov.bd

4.

প্রকাশনাসমূহেরsoft copy

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েব সাইটের মাধ্যমে ব্যবহারকারীদের নিকট বিভিন্ন পরিসংখ্যান ও প্রকাশনাসমূহের softcopy স্ব-প্রণোদিতভাবে প্রকাশ করা হয়। ব্যবহারকারীগণ ওয়েব সাইট থেকে সেগুলো বিনামূল্যে সংগ্রহ করতে পারেন।

 

 

বিবিএস ওয়েবসাইট www.bbs.gov.bd

বিনা মূল্যে

সার্বক্ষণিক

পদবিঃ সিনিয়র প্রোগ্রামার (১)

ফোনঃ ৮১৮১৩৭৭

মোবাইলঃ01550041331

ই-মেইলঃ

moazzemsp@gmail.commoazzem.hossain@bbs.gov.bd

5.

জনমিতি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য এবং অন্যান্য আর্থ-সামাজিক তথ্য সরবরাহ।

তথ্য অধিকার আইন-২০০৯ এর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

তথ্য কমিশন ওয়েবসাইট

(http://www.infocom.gov.bd/site/forms/a32783d0-a941-4dff-8ffc-b2d95554a442/-)

তথ্য অধিকার আইন-২০০৯ কর্তৃক নির্ধারিত

তথ্য অধিকার আইন-২০০৯ কর্তৃক নির্ধারিত

পদবিঃ যুগ্মপরিচালক

সেন্সাস উইং

ফোনঃ ৫৫০০৭০৬১

মোবাইলঃ ০১৭২৬৩৯৬৪১১

ই-মেইলঃ mahfuz.bablu@gmail.com

mahfuzl.islam@bbs.gov.bd

 

২.২) দাপ্তরিক সেবা

ক্রমিক

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার

(নাম, পদবি, ফোন ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

1.

অন্যান্য দপ্তর কর্তৃক পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশনা সংক্রান্ত অনাপত্তি প্রদান

সংস্থা কর্তৃক পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশনা নীতিমালা, ২০১৬ এবং পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ বিধিমালা,২০১৪’ অনুযায়ী নির্ধারিত ফর্মে আবেদন প্রাপ্তি সাপেক্ষে;

নির্ধারিত পদ্ধতি অনুসরণক্রমে পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশে অনাপত্তি প্রদান করা হয়।

পরিসংখ্যান আইন,২০১৩

(http://bbs.portal.gov.bd/sites/default/files/files/bbs.portal.gov.bd/page/3f374cf8_172b_48e7_8a1c_6f9e5313f374/statistical-act.pdf)

বিধিমালা, ২০১৪

(http://bbs.portal.gov.bd/sites/default/files/files/bbs.portal.gov.bd/page/3f374cf8_172b_48e7_8a1c_6f9e5313f374/parisankhan-Bidhimala-2014.pdf)

এবংসংস্থা কর্তৃক পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশনা নীতিমালা, ২০১৬

(http://bbs.portal.gov.bd/sites/default/files/files/bbs.portal.gov.bd/page/3f374cf8_172b_48e7_8a1c_6f9e5313f374/Statistics%20Policy%202016.pdf)

বিনা মূল্যে

সংস্থা কর্তৃক অনাপত্তি প্রদানের নিষ্পত্তি: সর্বোচ্চ ৪৯ দিন;

একাধিক আবেদনের ক্ষেত্রে পরিসংখ্যানের দ্বৈততা পরিহারের জন্য অনাপত্তি প্রদানের নিষ্পত্তি: ৩১ দিন।

পদবিঃ পরিচালক

সেন্সাস উইং

ফোনঃ ৮১৮১৪২৬

মোবাইলঃ ০১৭৫৯৯৫৮৫৭৮

ই-মেইলঃ

Zahidul.sardar@bbs.gov.bd

hoquesarder@gmail.com

 

২.

বিবিএস এর প্রকাশনা সমূহ স্টেকহোল্ডারদের সরবরাহ

স্টেকহোল্ডাদের নামের তালিকা প্রাপ্তি সাপেক্ষে সরাসরি বা ডাকযোগে প্রকাশনা সমূহের সৌজন্য কপি সরবরাহ করা হয়।

১) পরিসংখ্যান ভবন

    ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা

২)   আনসারী ভবন, ২য় তলা

১৪/২ তোপখানা রোড, ঢাকা।

বিনা মূল্যে

নিয়মিত

পদবিঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা,

প্রকাশনা শাখা

ফোনঃ ৮১৮১৪১৭

মোবাইলঃ 01912071256

ই-মেইলঃ aziza.rahman@bbs.gov.bd

 

৩.

জনসংখ্যা প্রত্যায়নপত্র

বিভিন্ন ধরণের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, Safetynetprogramme পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার নাম উল্লেখপূর্বক সংস্থা/প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে মহাপরিচালক, বিবিএস বরাবর আবেদনকরা সাপেক্ষে জনসংখ্যা বিষয় প্রত্যায়ন পত্র প্রদান করা হয়।

পরিসংখ্যান আইন,২০১৩ এর ধারা-১১ অনুযায়ী

(http://bbs.portal.gov.bd/sites/default/files /files/bbs.portal.gov.bd/page/3f374cf8_172b_48e7_8a1c_6f9e5313f374/statistical-act.pdf)

 

বিনা মূল্যে

অনধিক ৫ (পাঁচ) কার্যদিবস।

সকল জেলা পরিসংখ্যান কার্যালয়/উপজেলা পরিসংখ্যান কার্যালয়।

(http://www.bbs.gov.bd/site/page/6aaa724f-9479-4e32-bf6b-1d98313f2f5f/-)

৪.

আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠানে প্রকাশনা ও তথ্য সরবরাহ

বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠান/সংস্থা, বিদেশী দূতাবাস, বিদেশী বিশ্ববিদ্যালয় ইত্যাদি সংস্থার চাহিদা অনুযায়ী প্রকাশনা ও তথ্য সরবরাহ করা হয়।

এফএ এন্ড এমআইএস

আরডিপি শাখা, বিবিএস।

 

 

বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের অনুমোদিত শাখায় ট্রেজারী চালানের  মাধ্যমে সরকারি কোষাগারে স্থানীয় মূদ্রায় বা মার্কিন ডলারে নির্ধারিত অর্থ জমাদান করে চালানের কপিসহ অথবা ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ মহাপরিচালক, বিবিএস  বরাবর আবেদন করা।

অর্থ প্রাপ্তির পর থেকে ১০ (দশ) কার্যদিবস।

পদবিঃ প্রকাশনা কর্মকর্তা

ফোনঃ

মোবাইলঃ ০১৯১২০৭১২৫৬    

ই-মেইলঃ tahafiq.po@bbs.gov.bd

Thafiqure.rahman@bbs.gov.bd

 

৫.

অডিটরিয়াম ও কন্সফারেন্স রুম ভাড়া

সংস্থার নিজস্ব প্যাডে আবেদন প্রাপ্তি;

ভাড়া নেওয়ার যৌক্তিকতা যাচাই পূর্বক মহাপরিচালক, বিবিএস এর অনুমোদন গ্রহণ;

বিবিএস কর্তৃক পত্রের মাধ্যমে সংস্থাকে জ্ঞাত করা।

 

এফএ এন্ড এমআইএস

সমন্বয় শাখা, বিবিএস।

বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের অনুমোদিত শাখায় ট্রেজারী চালানের মাধ্যমে জমাদান পূর্বক চালানের কপিসহ মহাপরিচালক বরাবর আবেদন সাপেক্ষে;

অডিটরিয়ামঃ  প্রতিদিন (৯টা-৫টা) ২৫,০০০/- টাকা;

কনফারেন্স রুমঃ প্রতিদিন (৯টা-৫টা) ২০,০০০/- টাকা।

অফিস সময়

পদবিঃ উপপরিচালক

সমন্বয় ও যানবাহন শাখা

এফএ এন্ড এমআইএস, বিবিএস

ফোনঃ ৮১৮১৪২২

ই-মেইলঃ ০১৫৫৬৩৩০৯১/ ০১৭২০৪৩৩৪২৩

ই-মেইলঃ kashipur67@gmail.com

 

6.

আইসিটি ল্যাব ভাড়া

সংস্থার নিজস্ব প্যাডে আবেদন প্রাপ্তি;

ভাড়া নেওয়ার যৌক্তিকতা যাচাই পূর্বক মহাপরিচালক, বিবিএস এর অনুমোদন গ্রহণ;

বিবিএস কর্তৃক পত্রের মাধ্যমে সংস্থাকে জ্ঞাত করা।

 

কম্পিউটার উইং, ৩য় তলা

বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের অনুমোদিত শাখায় ট্রেজারী চালানের মাধ্যমে জমাদান পূর্বক চালানের কপিসহ মহাপরিচালক বরাবর আবেদন সাপেক্ষে;

আইসিটি ল্যাবঃ প্রতিদিন (৯টা-৫টা) ৮,০০০/- টাকা।

অফিস সময়

পদবিঃ পরিচালক

ফোনঃ ৮১৮১৪২৮

মোবাইলঃ ০১৭১১০২২৬৩৬

ই-মেইলঃ kabir.ahmed@bbs.gov.bd

kabir.dd@gmail.com

জিওকোড

সংস্থার নিজস্ব প্যাডে আবেদন প্রাপ্তি; জিও কোড  নেওয়ার যৌক্তিকতা যাচাই পূর্বক মহাপরিচালক, বিবিএস এর অনুমোদন গ্রহণ;

বিবিএস কর্তৃক পত্রের মাধ্যমে সংস্থাকে জ্ঞাত করা।

কম্পিউটার উইং, ২য় তলা

বিনা মূ্ল্যে

অফিস সময়

পদবিঃ সিস্টেম এনালিস্ট

ফোনঃ ৮১২৫২৯০

মোবাইলঃ ০১৭১১৪৬১৮৯১

ই-মেইলঃ jatan_saha@yahoo.com

Jata.saha@bbs.gov.bd

জেলা/উপজেলা তথ্য বাতায়ন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জেলা/উপজেলা তথ্য বাতায়নের মাধ্যমে ব্যবহারকারীদের নিকট বিভিন্ন পরিসংখ্যান ও প্রকাশনাসমূহের soft copyস্ব-প্রণোদিতভাবে প্রকাশ করা হয়। ব্যবহারকারীগণ জেলা/উপজেলা তথ্য বাতায়ন থেকে সেগুলো বিনামূল্যে সংগ্রহ করতে পারেন।

জেলা/উপজেলা পরিসংখ্যান অফিস।

বিনা মূ্ল্যে

অফিস সময়

সকল জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক/সকল উপ জেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা।

 

 

 

২.৩) আভ্যন্তরীণ সেবা

 

ক্রমিক

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার

(নাম, পদবি, ফোন ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

১।

বাজেট বরাদ্দ

সেবা প্রত্যাশীর বাজেট বরাদ্দের আবেদন প্রাপ্তি;

প্রাপ্ত বাজেট যাচাই;

কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ;

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রাধিকার অনুযায়ী মঞ্জুরী প্রদান।

এফএ এন্ড এমআইএস, বিবিএস-এ

উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হয়, কোন নির্ধারিত ফর্ম নেই।

প্রযোজ্য নয়, সেবার মূল্য গ্রহণ করা হয় না।

নিয়মিত

পদবিঃ পরিচালক (অর্থ)

ফোনঃ ৮১২৯১৫৮

মোবাইল: 01712041178, 01550041264

ই-মেইলঃ

emdadul.haque@bbs.gov.bd

emdad1972@yahoo.com

 

২।

অর্জিতছুটিমঞ্জুর

প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অফিস হতে ছুটির হিসাব সহ সেবা প্রত্যাশীর আবেদন প্রাপ্তি;

ছুটির প্রাপ্যতা যাচাই করতঃ উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ; ছুটি মঞ্জুর করা; সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে।

বিনা মূল্যে

১৫ (পনর) দিন

বিবিএস এর সংশ্লিষ্ট উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

৩।

বহিঃ বাংলাদেশ অর্জিত ছুটি মঞ্জুর

(২য় গ্রেড হতে ১০ম গ্রেড পর্যন্ত পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে অগ্রায়ন এবং ১১ গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত বিবিএস-এ ছুটি মঞ্জুর)

প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অফিস হতে ছুটির হিসাবসহ সেবা প্রত্যাশীর আবেদন প্রাপ্তি; ছুটির প্রাপ্যতা যাচাই করতঃ উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ছুটি মঞ্জুর করা হয়;সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে।

বিনা মূল্যে

১৫ (পনর) দিন

পদবিঃ পরিচালক (প্রশাসন)

ফোনঃ ৮১৮১৪২১

মোবাইল: ০১৫৫৬৩০৪৩৬৯

ই-মেইলঃ kadir.miah@bbs.gov.bd

Makm_fyff@yahoo.com

৪।

শিক্ষাছুটিরআবেদনঅগ্রায়ণ

সেবা প্রত্যাশীর আবেদন প্রাপ্তি;

ছুটির প্রাপ্যতা যাচাই করতঃ উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ছুটি মঞ্জুর করা হয়;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে।

বিনা মূল্যে

১৫ (পনর) দিন

৫।

শ্রান্তিবিনোদনছুটিমঞ্জুর

প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অফিস হতে ছুটির হিসাবসহ সেবা প্রত্যাশীর আবেদন প্রাপ্তির;

আবেদন প্রাপ্তর পর ছুটির প্রাপ্যতা যাচাই করে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ;

অফিস আদেশ জারি;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে।

বিনা মূল্যে

১৫ (পনর) দিন

৬।

মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর

প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অফিস হতে ছুটির হিসাবসহ সেবা প্রত্যাশীর আবেদন প্রাপ্তির;

উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ;

অফিস আদেশ জারি;

সেবা প্রত্যাশীকে অবহিত করণ।

উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর সাদা কাগজে আবেদন।

বিনা মূল্যে

১৫ (পনর) দিন

৭।

জিপিএফঅগ্রীমমঞ্জুর

যথাযথ কর্তৃপক্ষের নিকট নির্ধারিত ফর্মে আবেদনকরা;

পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পর মঞ্জুরী আদেশ জারী;

চেকইস্যুকরণ;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

নির্ধারিত ফর্ম রয়েছে;

সংশ্লিষ্টদপ্তর, সরকারী মুদ্রণালয়ে ও ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করা যায়;

প্রয়োজনীয় দলিলপত্রসহ সাদা কাগজে আবেদন।

বিনা মূল্যে

১৫ (পনর) দিন

৮।

পিআরএলওলামগ্রান্টমঞ্জুর

প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অফিস হতে ছুটির হিসাবসহ সেবা প্রত্যাশীকে অবহিতকরণ;

পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পর মঞ্জুরীর লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ;

পিআরএল ছুটি ও লাম্প গ্রান্ড মঞ্জুরী প্রদান;

প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বরাবর প্রেরন;

চূড়ান্ত উত্তোলন বিল যাচাই ও চেক ইস্যু;

অফিস আদেশ জারি;সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

নির্ধারিত ফর্ম রয়েছে;

সংশ্লিষ্ট দপ্তর, সরকারী মুদ্রণালয়ে ও ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করা যায়;

প্রয়োজনীয় দলিলপত্রসহ সাদা কাগজে আবেদন।

বিনা মূল্যে

পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পর ৩০ (ত্রিশ) দিন

৯।

পেনশন মঞ্জুর

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ;

পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পর মঞ্জুরীর লক্ষ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে প্রেরণ;

পিআরএল ছুটি ও লাম্প গ্রান্ড মঞ্জুরী প্রদান;

প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বরাবরে প্রেরণ করে চূড়ান্ত উত্তোলন বিল যাচাই ও চেকইস্যু;

অফিস আদেশ জারি;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

নির্ধারিত ফর্ম রয়েছে;

সংশ্লিষ্ট দপ্তর, সরকারী মুদ্রণালয়ে ও ওয়েব সাইট থেকে ফর্ম সংগ্রহ করা যায়;

প্রয়োজনীয় দলিলপত্রসহ সাদা কাগজে আবেদন।

বিনা মূল্যে

পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পর৩ (তিন)মাস

১০।

অনুদান সংক্রান্ত আবেদন কল্যাণ অধিদপ্তরে অগ্রায়ণ

পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পর যাচাই করা হয়;

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরকারী কল্যাণ অধিদপ্তরে অগ্রায়ণ করা হয়;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

নির্ধারিত ফর্ম রয়েছে;

সংশ্লিষ্ট দপ্তর, সরকারী মুদ্রণালয়ে ও ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করা যায়।

বিনা মূল্যে

৭ (সাত) দিন

১১।

সরকারী বাসের টিকিটের জন্য সুপারিশসহ আবেদন কর্মচারী কল্যাণ অধিদপ্তরে প্রেরণ

পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পর যাচাই করা হয়;

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কল্যাণ অধিদপ্তরে অগ্রায়ণ করা হয়;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

নির্ধারিত ফর্ম রয়েছে;

সংশ্লিষ্ট দপ্তর, সরকারী মুদ্রণালয়ে ও ওয়েব সাইট থেকে ফর্ম সংগ্রহ করা যায়।

বিনা মূল্যে

৭ (সাত) দিন

১২।

বিভিন্ন অফিসের কমিটিতে সদস্য হিসাবে কর্মকর্তা মনোনয়ন

চাহিদা পত্র প্রাপ্তির পর সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞ ব্যক্তি নির্ধারণ করা হয়;

মহাপরিচালক, বিবিএস এর অনুমোদনক্রমে বিজ্ঞ সদস্যের নামে অফিস আদেশ জারি করা হয়;

সংশ্লিষ্ট সদস্যকে অবহিত করা হয়।

কমিটিতে সদস্য মনোনয়নের জন্য চাহিদাপত্র।

বিনা মূল্যে

৩ (তিন) দিন

১৩।

প্রশিক্ষণের জন্য কর্মকর্তা/ কর্মচারী মনোনয়ন

পত্র প্রাপ্তির পর সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত ব্যক্তি নির্ধারণ করা হয়;

মনোনীত কর্মকর্তা/কর্মচারীকে অবহিত করা হয়;

অফিস আদেশ জারি;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

প্রশিক্ষণে মনোনয়নের জন্য চাহিদাপত্র।

বিনা মূল্যে

৩ (তিন) দিন

১৪।

লিয়েন

সেবা প্রত্যাশীর আবেদন প্রাপ্তি;

পূর্ণাঙ্গ আবেদন যাচাই;

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অগ্রায়ণ;

মহাপরিচালক, বিবিএস অনুমোদনক্রমে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অনুমোদনের জন্য প্রেরণ;

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক অফিস আদেশ জারি;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

 

নির্ধারিত ফর্ম আছে;

সংশ্লিষ্ট দপ্তর, সরকারী মুদ্রণালয় ও ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করা যায়।

বিনা মূল্যে

পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পর ৩০ (ত্রিশ) দিন

১৫।

প্রেষণ

সেবা প্রত্যাশীর আবেদন প্রাপ্তি;

শূণ্য পদের তালিকা;

সেবা প্রত্যাশীর আবেদন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমোদন;

অফিস আদেশ জারি;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

 

প্রয়োজনীয় কাগজপত্রসহ সাদা কাগজে আবেদন করতে হবে;

 

বিনা মূল্যে

পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পর ৩ (তিন) দিন

১৬।

চাকুরী স্থায়ী/ নিয়মিতকরণ

 

 

সেবা প্রত্যাশীর আবেদন;

প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র;

গ্রেড-১১ হতে ২০ পর্যন্ত কর্মচারীদের চাকুরী (স্থায়ী/ নিয়মিতকরণ);

অফিস আদেশ জারি;

১ম ও ২য় শ্রেণীর পদে চাকুরী স্থায়ী/ নিয়মিতকরণের প্রস্তাব প্রশাসনিক মন্ত্রণালয়ে প্রেরণ।

প্রয়োজনীয় কাগজপত্রসহ সাদা কাগজে আবেদন করতে হবে;

 

বিনা মূল্যে

বিধি মোতাবেক

পদবিঃ উপপরিচালক

বিনিক শাখা, এফএ এন্ড এমআইএস, বিবিএস

ফোনঃ ৮১৮১৪২২

মোবাইল: 01816024682

ই-মেইলঃ saddamkhanbd@yahoo.com

১৭।

গ্রেডেশন তালিকা প্রণয়ন

 

গ্রেড-১০ হতে ২০ পর্যন্ত কর্মকর্তা/কর্মচারীদের গ্রেডেশন তালিকা প্রণয়ন;

সেবাপ্রত্যাশীকে অবহিতকরণ

নির্ধারিত ফরম নেই;

এফএ এন্ড এমআইএস, বিবিএস।

বিনা মূল্যে

বিধি মোতাবেক

১৮।

সিলেকশন গ্রেড স্কেল

সেবাপ্রত্যাশীরআবেদন;

১ম শ্রেণীর পদে সিলেকশন গ্রেড/টাইমস্কেল/উচ্চতর স্কেল সংক্রান্ত কার্যক্রম অগ্রায়ণের জন্য মহাপরিচালকের অনুমোদানক্রমে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে প্রেরণ;

অফিস আদেশ জারি;

সেবাপ্রত্যাশীকে অবহিতকরণ।

সাদা কাগজে আবেদন করতে হবে;

নির্ধারিত ফরম নেই;

এফএ এন্ড এমআইএস, বিবিএস।

বিনা মূল্যে

৩ (তিন) মাস

১৯।

পদোন্নতি

২য় গ্রেড হতে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাগণের পদোন্নতির জন্য সুপারিশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে অগ্রায়ন এবং গ্রেড-১২ হতে ২০ পর্যন্ত কর্মচারীদের পদোন্নতি প্রদান বিবিএস-এ; বিধি মোতাবেক অফিস আদেশ জারি;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

এসিআর, সার্ভিসবহি, স্থায়ীকরণ/ নিয়মিতকরণ আদেশ;

স্ব-স্ব কর্মস্থল হতে সংগ্রহ।

বিনামূল্যে সেবা প্রদান

যুক্তিসংগত সময় পর্যন্ত

২০।

মাইক্রোবাসে সাটল সার্ভিস (সদর দপ্তরে কর্মরত কর্মকর্তাগণের জন্য)

সেবা প্রত্যাশীর আবেদন প্রাপ্তি;

মাইক্রোবাসে সাটল সার্ভিস ব্যবহারে পরিচালক এফএ এন্ড এমআইএস এর অনুমতি গ্রহণ;

অফিস আদেশ জারি;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

সাদা কাগজে আবেদন করতে হবে;

নির্ধারিত ফরম নেই;

এফএ এন্ড এমআইএস, বিবিএস।

বিনা মূল্যে

৭ (সাত) দিন

পদবিঃ উপপরিচালক,

সমন্বয় ও যানবাহন শাখা

এফএ এন্ড এমআইএস, বিবিএস

ফোনঃ ৮১৮১৪২২

মোবাইল: ০১৫৫৬৩৩০৯১/ ০১৭২০৪৩৩৪২৩

ই-মেইলঃ kashipur67@gmail.com

2১

সরকারি বা ব্যক্তিগত কাজে মাইক্রোবাস ব্যবহার।

সেবা প্রত্যাশী কর্মকর্তাগণের রিকুইজিশন প্রাপ্তি;

মাইক্রোবাসে সাটল সার্ভিস ব্যবহারে পরিচালক এফএ এন্ড এমআইএস-এর অনুমতি গ্রহণ;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

মাইক্রোবাস রিকুজিশন ফর্ম;

সমন্বয় শাখার যানবাহন ইউনিট;

এফএ এন্ড এমআইএস, বিবিএস।

নির্ধারিত মূল্যে; নির্ধারিত কোডে ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে টাকা জমাদান

১ (এক) দিন

২২।

ই-মেইল

নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান করা;

সার্বক্ষণিক সার্ভার সচল রাখা;

সেবা প্রত্যাশীকে অবহিতকরণ।

সাদা কাগজে আবেদন করতে হয়। নির্ধারিত ফর্ম নেই;

কম্পিউটার উইং, বিবিএস।

বিনা মূল্যে

সার্বক্ষণিক

২৩।

পরিসংখ্যান ভবন পরিস্কার পরিচ্ছন্নতা

বিবিএস এর সাথে বেসরকারী সেবা প্রতিষ্ঠানের বাৎসরিক চুক্তি সম্পাদান করা;

নিয়মিত পরিসংখ্যান ভবনের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা;

প্রতি মাসে পরিসংখ্যান ভবনের প্রতিটি ফ্লোরের প্রতিটি ব্লকের ফোকাল পয়েন্ট কর্মকর্তাগণের কর্মসম্পাদন প্রত্যায়নপত্র  প্রাপ্তি সাপেক্ষে মাসিক বিল প্রদান।

ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের নির্ধারিত ফর্ম ;

এফএ